অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পিঠ ভরে গিয়েছে অ্যাকনেতে? জেনে নিন সারিয়ে তোলার ৩ ঘরোয়া টোটকা

0
.

তৈলাক্ত ত্বকে অ্যাকনের সমস্যায় ভোগেন অনেকেই৷ তবে শুধু মুখে নয়, অনেকের পিঠও ভরে যায় অ্যাকনেতে৷ মুখের যত্ন নিলেও পিঠের যত্ন আমরা বিশেষ নিই না৷ আবার পিঠের অ্যাকনের সমস্যা থেকে বাড়ে চুলকানি৷ অনেক সময় জ্বালাও৷ জেনে নিন কীভাবে যত্ন নেবেন পিঠের অ্যাকনের৷

২ টেবল চামচ বেকিং সোডা ৪ টেবল চামচ জলে গুলে ঘন পেস্ট তৈরি করে নিন৷ এই মিশ্রণ পিঠে লাগিয়ে রাখুন ১৫ মিনিট৷ ঠান্ডা জলে ধুয়ে ফেলুন৷ প্রতিদিন করলে উপকার পাবেনই৷

অ্যালো ভেরা ভিতর থেকে ঠান্ডা অনুভূতি দেয়৷ ত্বকের যেকোনও জ্বালা, চুলকানি সারিয়ে তোলে৷ অ্যালো ভেরা সারা পিঠে লাগিয়ে রাখুন৷ শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন৷ রোজ লাগালে কমে যাবে অ্যাকনে৷

লেবুর রসে থাকে অ্যাস্ট্রিঞ্জেন্ট যা অ্যাকনে সারিয়ে তুলতে দারুণ উপকারি৷ লেবুর রস তুলো দিয়ে পিঠের অ্যাকনের ওপর লাগান৷ ব্যাকটেরিয়া দূর করে সম্পূর্ণ সারিয়ে তুলবে অ্যাকনে৷