অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অন্ধকারেও আলোর ঝলকে এবার উজ্জ্বল কুতুব মিনার! দেখে আসুন…

0

কুতুব মিনার ও তার আশপাশের চত্বর সাজানোর জন্য মোট ৩০০ এলইডি লাইট ব্যবহৃত হবে। তার মধ্যে প্রায় ২০০টি এলইডি লাইট ব্যবহৃত হবে ৭৩ মিটার লম্বা কুতুব মিনারের সৌন্দর্যায়নে। এই হেরিটেজ সাইট দেখতে রাতেও যাতে পর্যটকরা আসেন, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

.

কুতুব মিনার
হাইলাইটস
• কুতুব মিনার ছাড়াও আলোয় সাজানো হবে আলাই দরওয়াজা, ঢোকার গেট, লৌহস্তম্ভ এবং অন্য মনুমেন্টগুলি।
• এর আগে একই ভাবে আলোর মালায় সাজানো হয় দিল্লির লালকেল্লা, সফদরজঙ্গ টুম্ব এবং পুরানা কিল্লা।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে এবার এলইডি লাইটে সাজানো হবে কুতুব মিনারকে। এই হেরিটেজ কমপ্লেক্সের মধ্যে থাকা অন্য ঐতিহাসিক নিদর্শনগুলিকেও আলোর মালায় সাজানো হবে। এর জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কুতুব মিনার ও তার আশপাশের চত্বর সাজানোর জন্য মোট ৩০০ এলইডি লাইট ব্যবহৃত হবে। তার মধ্যে প্রায় ২০০টি এলইডি লাইট ব্যবহৃত হবে ৭৩ মিটার লম্বা কুতুব মিনারের সৌন্দর্যায়নে। এই হেরিটেজ সাইট দেখতে রাতেও যাতে পর্যটকরা আসেন, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে মোট তিন মাস লাগবে বলে জানানো হয়েছে।

কুতুব মিনার ছাড়াও আলোয় সাজানো হবে আলাই দরওয়াজা, ঢোকার গেট, লৌহস্তম্ভ এবং অন্য মনুমেন্টগুলি। এর আগে একই ভাবে আলোর মালায় সাজানো হয় দিল্লির লালকেল্লা, সফদরজঙ্গ টুম্ব এবং পুরানা কিল্লা।