অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

তিউনিশিয়ায় নৌকাডুবির ঘটনায় ১৪ বাংলাদেশি উদ্ধার

0
.

তিউনিশিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় ১৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ মে) তাদের উদ্ধার করা হয়।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসী বিষয়ক সংগঠন জানায়, শুক্রবারের ওই দুর্ঘটনায় ১৬ জন বেঁচে গেলেও বাকিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, ওই দিন বিকালে ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে তিউনিশিয়ার কর্তৃপক্ষ।

জানা গেছে, রাজধানী তিউনিস থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণের সাফাক্স শহরের উপকূলে ৭০ জন শরণার্থী নিয়ে একটি নৌকা ডুবে যায়। তারা লিবিয়া কে যাত্রা করে ইউরোপে পাড়ি দেয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে। এসব অভিবাসী সাব-সাহারা আফ্রিকা থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।