অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

স্ত্রী-সন্তানদের দাবী ছানাউল্ল্যাহ একজন ভুয়া মুক্তিযোদ্ধা!

0
কথিত মুক্তিযোদ্ধ দাবীদার ছানাউল্লাহ।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার সীতাকুণ্ডে স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্ধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন কথিত এক মুক্তিযোদ্ধার পরিবার।

গত মঙ্গলবার সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা হাজী ছানাউল্ল্যাহ দাবী করেছিলেন আমেরিকায় কঠোর পরিশ্রম করে অর্জিত ব্যাংকে জমানো এফডিআর’র ১০ লাখ টাকা তার প্রথম স্ত্রীর ছেলেরা তার স্বাক্ষর জাল করে আত্মসাৎ করে। তাছাড়া তাকে মৃত দেখিয়ে ভূঁয়া আমমোক্তারনামা জাল দলিল এবং বিভিন্ন জাল দলিল সৃজন করে।তারা সৃজনকৃত দলিল দিয়ে তার (মুক্তিযোদ্ধা) খরিদা জায়গায় নির্মিত ৪ তলা বিল্ডিংটি চট্টগ্রামস্থ ওয়ান ব্যাংক বড়পোল শাখায় বন্ধক দিয়ে ১ কোটি ২০ লাখ টাকা লোন নিয়েছে।

ছানাউল্লাহর বিরুদ্ধে স্ত্রী সন্তানদের সংবাদ সম্মেলন।

এ সংবাদ সম্মেলনের দুই দিনের মাথায় আজ বৃহস্পতিবার সীতাকুণ্ড পাল্টা সংবাদ সম্মেলন করেছেন তার প্রথম স্ত্রী ও সন্তানরা।

তারা বলেছেন, তাদের পিতা ছানা উল্ল্যাহ একজন ভুয়া মুক্তিযোদ্ধ। মুক্তিযোদ্ধা সেজে তিনি নিজ সন্তানদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও মেয়ের সংসার ভেঙ্গে দিয়েছে।

ছানা উল্ল্যাহরে প্রথম স্ত্রী পারভীন আক্তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,তার অনৈতিক কাজের জন্য আমার সন্তানরা এবং আমি প্রতিবাদ করলে আমার স্বামী ৫টি মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। তার অনৈতিক কাজের জন্য আমার মেয়ের সংসারটা পর্যন্ত ভেঙ্গে যায়।

স্ত্রী সন্তানদের বিরুদ্ধে ছানাউল্লাহর সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,ছানা উল্ল্যাহ একজন ভূয়া মুক্তিযোদ্ধা এবং দুষ্ট প্রকৃতির লোক। সে আমাকে এবং আমার ছেলেমেয়েদের নামে একটি বাড়ী লিখে দেয়ার পরও ২য় স্ত্রীর কু-প্রচরোনায় পড়ে আমাদেরকে হয়রানি করে আসছে। সে গত ৭ মে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলে যে, আমার ছেলেরা তাকে মৃত দেখিয়ে তার সম্পত্তি আত্নসাত করে, এটা সম্পুর্ণ মিথ্যা বানোয়াট। আমি তার প্রথম স্ত্রী হওয়া সত্বেও সে দ্বিতীয় আরেকটি বিয়ে করার পর আমাদেরকে সব কিছু থেকে বঞ্চিত করেছে। সে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দেয় অথচ মুক্তিযুদ্ধা হিসেবে কোন জায়গায় তার নাম নেই। সে বিদেশে আসা যাওয়া করার জন্য বিভিন্ন নামে বেনামে ৩টি পাসপোর্ট ব্যবহার করে। পাসপোর্ট নং-যথাক্রমে বিমল কুমার দেয় ০৪৪৬৫০৭,ছানা উল্ল্যাহ ০৫৩৬৮১৫,আবুল কালাম মোঃ ছানা উল্ল্যাহ ৫৩৬৬৭৪।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,প্রথম স্ত্রী পারভীন আক্তার,ছেলে সলিম উল্ল্যা পারভেজ, শওকত উল্ল্যা ফরহাদ, মেয়ে নাসরিন সুলতানা, ভাটিয়ারী ইউনিয়ন ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মাবুব রহমান ও উপজেলা মহিলা আঃলীগ সিনিয়র সহ-সভাপতি দিলোয়ারা বেগম।

* সীতাকুণ্ডে জীবিত মুক্তিযোদ্ধাকে মৃত দেখিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ