অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাড়বকুণ্ডে জায়গা নিয়ে বিরোধঃ নারীসহ তিনজনকে কুপিয়ে জখম

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডে জায়গা দখল নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার দুপুর দেড়টার সময় উপজেলার ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্য মাহমুদাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, ৬ নং ওয়ার্ডের তেলী বাড়ির মুসলিম উদ্দিনের জায়গা একই এলাকার হারুন ও ফারুক বহিরাগত সন্ত্রাসী নিয়ে জোড় পূর্বক দখল করতে গেলে এতে জায়গার মালিক মুসলিম বাঁধা দিলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে।

এসময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে মুসলিম (৪০), মোঃ ফারুক (৩৮) ও মিনু বেগম (২৭) কে মারাত্বক জখম করে।

স্থানীয়া তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মোঃ হারুন ও ফারুক নামের দুইজনকে আটক করে। হামলায় মুসলিমের অবস্থা আশংন্কাজনক বলে জানিয়েছেন তার ভগ্নিপতি শিপন।

এব্যাপার জানতে চাইলে হামলার ঘটনার কথা স্বীকার করে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, বাড়বকুণ্ড এলাকায় জায়গা দখল নিয়ে তিনজকে কুপিয়ে মারাত্বক জখম করেছে প্রতিপক্ষ। আহতরা হাসপাতালে ভর্তি আছে। এঘটনায় ২জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।