অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফিলিপাইনে পুলিশের গুলিতে ১৪ ‘কৃষক’ নিহত

0
.

ফিলিপাইন পুলিশ বলছে, অভিযানের সময় গুলিতে সন্দেহভাজন ১৪ জন কমিউনিস্ট বিদ্রোহী নিহত হয়েছেন। কিন্তু মানবাধিকার গোষ্ঠী এটাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে দাবি করেছে এবং নিহতরা কৃষক বলে জানিয়েছে।

আঞ্চলিক পুলিশ প্রধান ডিবোল্ড সিনাস বলেন, আদালতের আদেশ অনুযায়ী সেনাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে তারা শনিবার নেগরোস ওরিয়েন্টাল প্রদেশের তিনটি শহরে অভিযান চালায়। অভিযানকালে ১৪ সন্দেহভাজন কমিউনিস্ট তাদে উপর হামলা চালালে পুলিশের পাল্টা গুলিতে তারা নিহত হন। এঘটনায় আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং ছয়জন বিদ্রোহী পালিয়ে যায় বলেও জানান ওই কর্মকর্তা।

হত্যাকাণ্ডের ঘটনায় রবিবার মানবাধিকার ও কৃষক গ্রুপ নিন্দা জানিয়েছেন। এবং ঘটনার একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন, কেন্দ্রীয় অঞ্চলে ডিসেম্বর মাসে একই ধরনের পুলিশি অভিযানে ছয়জন কৃষক নিহত এবং ৫০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছিল