অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৯৯৯ নম্বরে ফোন করে হাটহাজারীতে আটক মায়া হরিণ উদ্ধার

0
.

চট্টগ্রামের হাটহাজারীর গরুর খামারে আটকে রাখা একটি মায়া হরিণ উদ্ধার করেছে স্থানীয় প্রাশাসন। ৯৯৯ নম্বরে ফোন করে স্থানীয়রা পুলিশের সহযোগিতায় উদ্ধারের পর ইউএনওর মাধ্যমে তা চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করেছে।

স্থানীয়রা জানায় আজ (৩১ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের হেলাল চৌধুরী পাড়া এম কে রহমানিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গরুর খামারে হরিণটিকে আহতবস্থায় দেখে কয়েকজন তা ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

.

তিনি জানান, এমকে রহমানিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গরুর খামার থেকে মায়া হরিণটি উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে।

হরিণটি হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড় থেকে মায়া হরিণটি শিকারির তাড়া খেয়ে লোকালয়ে নেমে এসেছে। হরিণটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে এটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।