অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ছিনতাইকারীর কবলে পড়া সেই বিমান বৃহস্পতিবার উড়বে আকাশে

0
.

ছিনতাইকারীর কবলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ বৃহস্পতিবার থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ছিনতাই চেষ্টার ঘটনার পর উড়োজাহাজটির কিছু ছোটখাটো ক্ষতি হয়েছিল। এখন মেরামত কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেলে আমরা ৭ মার্চের মধ্যেই উড়োজাহাজটির অপারেশন কার্যক্রম চালু করতে পারব, যোগ করেন মেরাজ।

২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পলাশ আহমেদ নামে এক দুর্বৃত্ত ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টা করেন। পরে যৌথ বাহিনীর অভিযানে তিনি নিহত হন।

পলাশ বিমানবন্দরের নিরাপত্তা বলয় ভেদ করে একটি খেলনা বন্দুক নিয়ে উড়োজাহাজে উঠতে সক্ষম হন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুজন সুপারভাইজার এবং তিন আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে।