অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কর্ণফুলী নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত

0
.

চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চতুর্থ দিনের মতো অভিযান শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নগরীর মাঝিরঘাট বাংলাবাজার এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন অভিযানের নির্বাহী হাকিম তাহমিলুর রহমান।

এর আগে গতকাল বুধবার উচ্ছেদের তৃতীয় দিন ৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। গত সোমবার থেকে অভিযান শুরু হয়।
এ তিন দিনে সদরঘাট, মাঝিরঘাট জেটি এলাকায় প্রায় ১২০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় পাঁচ একর ভূমি উদ্ধার করা হয়।

.

নির্বাহী হাকিম তাহমিলুর রহমান বলেন, তৃতীয় দিন ৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। লবণপট্টি এলাকায় বেশ কিছু স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া খাদ্য ও নানা পণ্যের গুদাম মালিকরা নিজেরা পণ্য সরিয়ে নিচ্ছেন বলে জানান তিনি।

২০১৫ সালে কর্ণফুলী নদীর পাড়ে দুই হাজার ১১২টি অবৈধ স্থাপনার তালিকা করে জেলা প্রশাসন হাইকোর্টে জমা দেয়। পরের বছর হাইকোর্ট স্থাপনাগুলো উচ্ছেদের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে এ অভিযান শুরু হলো।