অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে এসএসসি পরিক্ষার্থী ও ৩ পর্যবেক্ষক বহিস্কার, ৭টি মোবাইল জব্দ

0
.

চট্টগ্রামের হাটহাজারীর এসএসসি পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে মোবাইল ফেনে নেটর মাধ্যমে প্রশ্ন ফাঁসের চেষ্টা কালে মো. রিফাত উদ্দীন নামে এক (অনিয়মিত) পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং দায়িত্ব পালনে গাফেলতির কারণে ৩ কেন্দ্র পর্যবেক্ষককে বহিস্কার করা হয়েছে।  এসময় ৭টি মোবাইল ফোন নেট জব্দ করা হয়েছে।

হাটহাজারী নির্বাাহি কর্মকর্তা ও সহকারী কমিশনার আজ সোমবার দুপুরে চলমান এসএসসি পরিক্ষার তৃতীয় দিনে কাটিরহাট কেন্দ্রে এ অভিযান চালায়।

.

তিনি জানান, তৃতীয় দিনে অনুষ্ঠিত ইংরেজী ১ম পত্র (১০৭) পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থী তার মোবাইল দিয়ে প্রশ্নপত্রের ছবি নিয়ে অনলাইনে আপলোড করার প্রস্তুতিকালে হাতেনাতে তাকে ধরে হয়েছে। পরে তল্লাশী চালিয়ে আরো ৭টি মোবাইল সেট জব্দ করা হয়।

পরীক্ষার হলে এমন কাজ করার অপরাধে এক পরীক্ষার্থী এবং কর্তব্যে অবহেলার দায়ে ৩ পর্যবেক্ষককে বহিস্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।