অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

প্রশ্নবিদ্ধ নির্বাচনে চট্টগ্রাম ১৬ আসনেই নৌকার প্রার্থীরা নির্বাচিত

0
ছবিঃ পাঠক ডট নিউজ।

কেন্দ্র দখল, ভোটদানে বাধা, ভোটের আগেই বাক্সভর্তিসহ বিরোধী পক্ষের নানান অনিয়মের মধ্যদিয়ে অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে সব কয়টি আসনেই বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের নৌকা প্রতিকের প্রার্থীরা।

৩০ডিসেম্বর রবিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতেই বেসরকারী ভাবে প্রতিটি আসনে প্রতিপক্ষ ধানের শীষের প্রার্থীদের চাইতে নৌকা প্রতিকের প্রার্থীরা বিশাল অংকের ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার খবর পাওয়া যায়। অবশ্য ভোট গ্রহণ শেষে বিকেল ৫টা থেকে চট্টগ্রামের কাজীর দেউড়িস্থ এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম সরকারীর ভাবে ফলাফল ঘোষণা চলছে।

প্রাপ্ত তথ্যে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থী বর্তমান গৃহয়ানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ১০৪টি কেন্দ্রের মোট ২ লাখ ৭৫ হাজার ৫১৬ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী নূরুল আমিন পেয়েছেন ৩ হাজার ৯৯১ ভোট।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচিত হয়েছেন মহাজোটের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী। ১৩৬টি কেন্দ্রে তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৪৩০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আজিম উল্লাহ বাহার পেয়েছেন ৪৯ হাজার ৭৫৩ ভোট। এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৭৬ হাজার ৪৮৫ জন। এর মধ্যে ৩ লাখ ১ হাজার ৪৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছে।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতা। এ আসনের ৭৯ কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩৫৩ ভোট। মোট ভোটার ছিলেন ২ লাখ ২ হাজার ৬৩৫ জন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা পেয়েছেন ৩ হাজার ১২২ ভোট।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (পাহাড়তলী,আকবরশাহ আংশিক) আসনে আওয়ামলীগ দলীয় প্রার্থী আলহাজ্ব দিদারুল আলম জয়ী হয়েছেন। ১০৮ কেন্দ্রে তিনি ২ লক্ষ ৪ শত ৮২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী কারাবান্দি আসলাম চৌধুরী পেয়েছেন ২৯ হাজার ৪শ ৭ ভোট।
রাতে সীতাকু- উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুম থেকে ভোটের ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং কর্মকর্তা মিল্টন রায়।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১৪০ কেন্দ্রের মধ্যে ৭৬টিতে মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতীকের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম পেয়েছেন ২০ হাজার ৪৭৯ ভোট।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী।
সুত্র জানায়, কেন্দ্রওয়ারি ফলাফলের মধ্যে ৮৪টি কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩০ হাজার ৪৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জসিম সিকদার পেযেছেন ২ হাজার ২৪৪ ভোট।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম-৭) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ। মোট ৯৬টি কেন্দ্রে তিনি পেয়েছে ২ লাখ ১৭ হাজার ১৫৫ জন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির মো. নুরুল আলম পেয়েছেন ৬ হাজার ৬৫ ভোট। এ আসনে মোট ভোটার ২ লাখ ৬৯ হাজার ৩৩২ জন। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৬৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

চট্টগ্রাম-৮ আসনে (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের ৯৮টি কেন্দ্রে নৌকা প্রতীকের মহাজোটের প্রার্থী জাসদের মইনউদ্দীন খান বাদল পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৯৬৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের আবু সুফিয়ান পেয়েছেন ৩১ হাজার ৭৮৭ ভোট।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের ৮৮ কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৩৬৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কারাবান্দ নেতা ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ১১ হাজার ৪৭৪ ভোট।

চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনের ৭৭টি কেন্দ্রে নৌকা প্রতীকে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন ১ লাখ ৮২ হাজার ৮৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপির আবদুল্লাহ আল নোমান। তার ভোট দেখানো হয়েছে ২৫ হাজার ৩৭০।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ৮৮টি কেন্দ্রে নৌকা প্রতীকের এমএ লতিফ পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ১৯২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আমীর খসরু মাহমুদ পেয়েছেন ৩২ হাজার ১৭৭ ভোট।

পটিয়া (চট্টগ্রাম-১২) আসনে আওয়ামী লীগের প্রার্থী সামশুল হক চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মোট ১১১ কেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ১৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এনামুল হক পেয়েছেন ৪৪ হাজার ৫৯৮ ভোট।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ জয়ী হয়েছেন। ১০৬ কেন্দ্রের ৩ লাখ ১০ হাজার ৪৬৬ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৪১৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী এমএ মতিন মোমবাতি প্রতীকে ৩ হাজার ৭৯৪ ভোট এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজাম পেয়েছেন ৩ হাজার ১৫৩ ভোট।

চন্দনাইশ (চট্টগ্রাম-১৪) আসনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম। মোট ১০৪টি ভোটকেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৮৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ২২ হাজার ২২৫ ভোট। এ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৪৩ জন।

সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। মোট ১৪৭টি কেন্দ্রে তিনি পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৩৭৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতিকের প্রার্থী জামায়াত নেতা শামসুল ইসলাম পেয়েছেন ৫৩ হাজার ৯৮৬ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮৮ হাজার ১৩৭ জন। এর মধ্যে ৩ লাখ ১৪ হাজার ৭২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বাঁশখালী (চট্টগ্রাম-১৬) আসনে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান। মোট ১১০টি ভোটকেন্দ্রে তিনি পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৩৪১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী পেয়েছেন ২৬ হাজার ৩৭০ ভোট। এ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৩ হাজার ১২৩ জন। এর মধ্যে ২ লাখ ৪৩ হাজার ২৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।