অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

0
.

যথাযোগ্য মর্যাদায় বন্দর নগরী চট্টগ্রামে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বিভিন্ন রাজনৈতিক দল,সাংস্কৃতিক,সামাজিক সংগঠনসহ সরকারি প্রতিষ্ঠান সমূহ নানান কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করছে।

বিজয় দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম শহীদ মিনারে পুলিশের চৌকস সদস্যদের সশস্ত্র অভিবাদন জানায়। এরপর শহীদ মিনারে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের শ্রদ্ধা্ জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। নগর আওয়ামী লীগ,বিএনপি,জাতীয় পাটিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান  বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, পিবিআই, মাদকদ্রব্য অধিদফতর, নৌ পুলিশ, শিল্প পুলিশ, টুরিস্ট পুলিশ, পরিবেশ অধিদফতর, শতায়ু অঙ্গন, পোর্ট সিটি ইউনিভার্সিটি, অগ্রণী ব্যাংক, উদীচী, উত্তর জেলা ছাত্রলীগ, কৃষক লীগ, চিটাগাং অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কর আইনজীবী সমিতি, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সনাক-টিআইবিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ক্রীড়া, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ।