অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৩ আসনেই নির্বাচন করতে পারবেন খালেদা জিয়া : বিভক্ত রায়ে জ্যেষ্ঠ বিচারপতি

0
.

বিভক্ত রায়ে জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ৩ আসনেই নির্বাচন করতে পারবেন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে প্রার্থীতা নিয়ে হাইকোর্ট বেঞ্চ বিভক্ত আদেশ দেওয়া পর তিনি এ কথা বলেন।

আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, বেঞ্চের প্রিজাইডিং জজ খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে। তবে অপর বিচারপতি দ্বিমত পোষণ করেছেন। এখন নিয়ম অনুসারে আবেদনগুলো প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি বিষয়গুলো নিষ্পত্তির জন্য অন্য বিচারপতির কাছে পাঠাবেন।

মঙ্গলবার বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ খালেদা জিয়ার মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে রুল জারি করেন। তবে বেঞ্চের অপর বিচারপতি মো. ইকবাল কবির এ আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করেন।