অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে সড়ক দখল করে ব্যবসা, ৫ দোকানদারকে জরিমানা

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার বোয়ালখালী পৌর সদরে অভিযান চালিয়ে ৫ দোকানদারকে ২৭ হাজার টাকা জরিমানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক দখল করে গড়ে ওঠা শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ ৪ ডিসেম্বর মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক।

তিনি বলেন, সড়ক দখল করে গড়ে ওঠা শতাধিক ভাসমান দোকান ও ৪টি অস্থায়ী তোরণ উচ্ছেদ করা হয়েছে। এছাড়া সড়কে মালামাল রেখে বিক্রি করার দায়ে তিনটি ফলের দোকানদারকে ১৫হাজার টাকা, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় মধুবনকে ১০হাজার টাকা ও বশর স্টোর নামের এক মুদির দোকানদারকে ২হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় একটি ফার্মেসী থেকে মেয়াদ উর্ত্তীণ ও আমদানি নিষিদ্ধ ঔষধ জব্দ করে ধ্বংস করা হয় বলেন জানান তিনি।