অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে ৫ শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান লায়ন্স ক্লাবের

0
.

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে প্রায় ৫ শতাধিক গরীব অসহায় রুগীকে লায়ন্স ক্লাবস ইন্টার ন্যাশানাল, জেলা ৩১৫বি-৪, বাংলাদেশ এর অধীন লায়ন্স ক্লাব চিটাগাং সীতাকুণ্ড,লায়ন্স ক্লাব চিটাগাং অগ্রণী,লায়ন্স ক্লাব চিটাগাং মেট্টোপলিটন এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা, ঔষুধ বিতরণ, ব্লাড গ্রুফিং, ও ডাইবেটিস পরীক্ষা করা হয়েছে।

আজ শুক্রবার (৯ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়ায় হলি ক্রিসেন্ট স্কুলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টার ন্যাশাণাল, জেলা ৩১৫বি-৪, বাংলাদেশ এর ১ জেলা ভাইস-গভর্ণর লায়ন কামরুন মালেক এমজেএফ, লায়ন্স ক্লাবস ইন্টার ন্যাশানাল, জেলা ৩১৫বি-৪, বাংলাদেশ এর জেলা কেভিনেট সেক্রেটারি লায়ন মোঃ জাহিদুল ইসলাম চৌধুরী, লায়ন্স ক্লাবস ইন্টার ন্যাশাণাল, জেলা ৩১৫বি-৪, বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি লায়ন মোঃ আশ্রাফুল আলম আরজু, লায়ন্স ক্লাব চিটাগাং সীতাকুণ্ডের সভাপতি লায়ন আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী, সেক্রেটারি লায়ন আলহাজ্বা মোঃ বেলাল হোসেন,লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, সেক্রেটারি লায়ন এড. মোঃ সরোয়ার হোসাইন লাভলু, লায়ন্স ক্লাব চিটাগাং অগ্রণীর সভাপতি, সেক্রেটারি ,লায়ন্স ক্লাব চিটাগাং মেট্টোপলিটন এর সভাপতি লায়ন হাসান আকবর খন্দকার, লায়ন ইঞ্জিনিয়ার কামরুদৌজা, লায়ন আলহাজ্ব জিয়া উদ্দিন বাবলু, লায়ন আবুল হাসনাত, লায়ন কামাল উদ্দিন, লায়ন মোঃ শাহজাহান, লায়ন মোঃ সাজ্জাদ হোসেন সহ লায়ন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড, লিও ক্লাব অব চিটাগাং লিবার্টি, লিও ক্লাব অব চিটাগাং মহানগর, লিও ক্লাব অব চিটাগাং অগ্রণী, লিও ক্লাব অব চিটাগাং মহানগর।