অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে হানিফ পরিবহন বাস থেকে ৩ হাজার ৮ পিস ইয়াবা উদ্ধার

0
.

চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী হানিফ এন্টারপ্রাইজের এসি গাড়ী থেকে ৩ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাসটির হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত মোঃ আল আমিন (১৯) মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার লেবু মিয়ার ছেলে।

মহানগর গোয়েন্দা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) আবু বকর সিদ্দিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে রাতে ফিরিঙ্গিবাজার ব্রীজঘাটস্থ বাইতুর রিদওয়ান জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে যাত্রীবাহী হানিফ এন্টারপ্রাইজের এসি গাড়ী থেকেে এসব ইয়াবাসহ গাড়ীটি জব্দ করা হয়েছে। এসময় বাসের হেলপারকে আটক করা হয়। সে জানায় সোহেল নামে একজন বাস কক্সবাজর থেকে বাস ছাড়ার পূর্বে তাকে পাঁচ হাজার টাকার বিনিময়ে কালো স্কচট্যাপ দ্বারা মোড়ানো চৌম্বকসহ ইয়াবা ট্যাবলেটের প্যাকেটটি ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে সে প্রস্তাব গ্রহন করে উক্ত ব্যক্তির দেখানো মতে গাড়ীর পেছনের ডান পাশের চাকার উপরে বিশেষ কায়াদায় চৌম্বকের সাহায্যে ইয়াবা ট্যাবলেটের প্যাকেটটিকে গাড়ীর বডিতে আটকিয়ে দেয়।

গ্রেফতারকৃত হেলপার আরও জানায় ঢাকায় যাওয়ার পর আরামবাগ বাস ষ্ট্যান্ড হতে মোঃ আরমান (২৮) এক ব্যাক্তি ইয়াবা ট্যাবলেট এর প্যাকেটটি বুঝে নেয়ার কথা ছিল।

এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।