অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে হিমু হত্যার রায় রবিবার

0
1463608075_1
নিহত হিমাদ্রি মজুমদার হিমু।

দু’দফা পেছানোর পর আগামী ১৪ আগষ্ট রবিবার হিমাদ্রি মজুমদার হিমু হত্যার রায় ঘোষণা তারিখ নির্ধারন করেছে আদালত।
বুধবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরুল ইসলাম।

প্রথমবার গত ২৮ জুলাই (বৃহস্পতিবার) রায় ঘোষণার কথা থাকলেও বিচারক ছুটিতে থাকায় তা পিছিয়ে আজ ১১ আগস্ট রায় ঘোষণার সময় নির্ধারণ করেছিলেন আদালত। কিন্তু আজ বৃহস্পতিবার ফুল কোর্ট রেফারেন্স থাকায় আদালতের পক্ষে রায় ঘোষণা করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে অতিরিক্ত মহানগর পিপি অনুপম চক্রবর্তী।

বুধবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, রায় ঘোষণার নতুন সময় বৃহস্পতিবার নির্ধারণ করবেন বিচারক। সে অনুযায়ী আজ এ মামলার রায়ের নুতন তারিখ আগামী ১৪ আগষ্ট রোববার নির্ধারন করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ফরহাদ ম্যানশনের বাড়ির চারতলায় হিমুকে হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে নিমর্মভাবে নির্যাতন করে সেখান থেকে ফেলে দেয় তারই কয়েকজন বন্ধু। গুরুতর আহতবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ দিন পর ২৩ মে মারা যায় হিমু। হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ইংরেজি মাধ্যমের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় হিমুর মামা প্রকাশ দাশ অসিত বাদি হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন। আসামিরা হলেন, ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ এবং রিয়াদের তিন বন্ধু শাহাদাৎ হোসাইন সাজু, মাহাবুব আলী খান ড্যানি এবং জাহিদুল ইসলাম শাওন।

এদের মধ্যে শাহ সেলিম টিপু, শাহাদাৎ হোসাইন সাজু ও মাহাবুব আলী খান ড্যানি বর্তমানে কারাগারে আছেন। বাকী দুই আসামি জুনায়েদ আহমেদ রিয়াদ ও জাহিদুল ইসলাম শাওন পলাতক আছেন।