অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দাঁতের দাগ তোলার সহজ উপায়

1

মুক্তা ঝরানো হাসির জন্য সুন্দর, পরিষ্কার, দুর্গন্ধমুক্ত ও ঝকঝকে দাঁত প্রয়োজন। তবে দাঁতে কোনো দাগ থাকলে একেবারেই দৃষ্টিকটু লাগে। দাঁতের দাগ নানা কারণে হতে পারে। দাঁতের ক্ষয়রোগ, ধুমপান, পান খাওয়া, জর্দা খাওয়া, পানিতে আয়রনের পরিমাণ বেশি হলেও দাগ পড়ে।

এ ছাড়া অল্প বয়সে টেট্রাসাইক্লিন নামক ওষুধের প্রতিক্রিয়ার কারণে কালো দাগ হয়ে থাকতে পারে। আসুন আজ আমরা দাঁত থেকে দাগ তোলার কিছু সহজ ও ঘরোয়া উপায় জেনে নেই।

ক্ষয়রোগের কারণে দাঁত কালচে হলে ব্লিচ করে অনেক ক্ষেত্রে তা দূর করা যায়।

ধুমপান, পান-জর্দা খাওয়া প্রভৃতি কারণে দাঁতের ওপর দাগ পড়লে তা স্কেলিং করে দূর করা সম্ভব।

টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ খেয়ে বা আগে কোনো কারণে দাঁতে আঘাত পাওয়ার কারণে যদি দাঁতে দাগ পড়ে, সে ক্ষেত্রে ব্লিচিং, বন্ডিং বা পোরসেলিন ক্রাউন প্রভৃতি চিকিৎসা পদ্ধতিতে দাগ দূর করা যায়।

কিছু টিপস:
• সেপটিপিন বা কোনো সুচালো জিনিস দিয়ে দাঁত খোঁচাবেন না।
• গুল দিয়ে দাঁত মাজবেন না।
• জর্দা, পান, সুপারি ইত্যাদি খাবেন না।
• ধুমপান করবেন না।
• কয়লা বা মাজন দিয়ে দাঁত ঘষবেন না। এতে দাঁতের অ্যানামেল নষ্ট হয়ে দাঁত উজ্জ্বলতা হারাবে

১ টি মন্তব্য
  1. Next Dipta বলেছেন

    ei vabe jodi dhak tola jai… tahole tw amra vate morbo.