অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডবলমুরিং ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

0
3 .

চট্টগ্রামে মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে দুই যুবকের পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনায় এক সপ্তাহ পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন খোরশেদ আলম বাবু (৩৪) নামে এক যুবক।

আজ সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বাবু। এর আগে গত ১৬ এপ্রিল বিকালে বাবুকে ছুরিকাঘাত করেছিল রাজু নামে এক ইয়াবা ব্যবসায়ী।

নিহত খোরশেদ আলম বাবু ডবলমুরিং থানার হাজী পাড়া এলাকার মো. আইয়ু্ব আলীর ছেলে।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার দুই যুবকের মধ্যে ইয়াবা ব্যবসা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে দুজনের মধ্যে ছুরি মারামারির ঘটনায় একজন মারাগেছে।

ওসি বলেন, দেড় মাস আগে নিহত বাবু, প্রতিপক্ষ রাজুকে ছুরিকাঘাতে আহত করেছিল রাজু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ার পর গত ১৬ এপ্রিল প্রতিশোধ নিতে বাবুকে ছুরিকাঘাত করে। তাকে গুরুত্বরবস্থায় ঐদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে বাবু মারা যান।

তিনি বলেন, হামলাকারী রাজু এবং নিহত বাবু দুজনই মাদক ব্যবসার সাথে জড়িত হাজী পাড়ায় একটি জায়গায় বাসা তৈরি করে ভাড়া তোলার চাঁদাবাজি ও মাদক বিক্রি নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।

হত্যাকাণ্ড নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।