অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে পাহাড়ে বসবাসকারী একশ’ পরিবারের বিদ্যুৎ ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন

0
CTG HILL
বাটালি হিল ও মতিঝর্ণা উচ্ছেদের ফাইল ছবি।

চট্টগ্রাম নগরীর লালখান বাজার বিভিন্ন বাটালি হিল মতিঝর্ণাসহ বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারী লোকজনকে সরিয়ে যেতে বাধ্য করার জন্য এসব এলাকার অন্তত একশ পরিবারের ঘর-বাড়িতে গ্যাস, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালিতহয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন আগ্রাবাদ সার্কেলের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নোমান হোসেন ও সদর সার্কেলের এসিল্যান্ড আছিয়া খাতুন।

নির্বাাহী ম্যাজিস্ট্রেট নোমান হোসেন জানান, পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের আদেশ রয়েছে। বাটালিহিল ও মতিঝর্ণা এলাকায় পাহাড়ের পাদদেশে অবৈধ ভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য সকাল থেকে মাইকিং করা হয়েছে। সেখান থেকে তাদেরকে বারবার উঠিয়ে দেওয়ার পরও তারা আবার অবৈধ স্থাপনা তৈরী করে আস্তানা এবং বসবাসের জন্য গৃহ নির্মাণ করে আসছে। এ কারণে আজ একশ পরিবারের ঘর-বাড়ি থেকে গ্যাস,বিদ্যুৎ ও পানির লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।