অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভ্রমণকালেও থাকুন পরিপাটি ও সতেজ

0

অনেকেই আছেন যারা বেশি রূপ সচেতন। তাদের এই রূপ সচেতনতা বাতিকের কারণে কোথাও বেড়াতেও যেতে চান না। মনে করেন বেড়াতে গিয়ে বেশি রোদে ঘোরাঘুরি করলে ত্বক পুড়ে যাবে। উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে ইত্যাদি। কিন্তু বেড়ানোর আনন্দ এই গরমের সময় এক অন্যরকম অনুভূতি জাগায়। দেখা যায় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানটা গরমের সময় একটু কমই হয়। তারপরেও বেড়ানোর মজাটা এই যে রেগুলার সব নিয়ম থেকে দূরে কোনো বাধ্যবাধকতা নেই, মন খুলে অনুভব করার সময়।

তবে এটা ঠিক যে আনন্দ বা ভ্রমণের সময়টাতেও আমাদের ত্বকের যত্নটা কিন্তু করতেই হবে, বিশেষ করে গরমের সময়। কারণ গরমে ঘাম, ধুলাবালির জন্য ঘুরে বেড়াতে গেলে সারাদিনের ধুলো-বালিতে ত্বক আরো নিষ্প্রাণ হয়ে যায়। তাই ময়েশ্চারাইজিং বেশ জরুরি। আর ক্লিনজিং ত্বক সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন।

সারাদিন ঘোরাফেরার পর চেষ্টা করবেন ভালোভাবে ত্বক পরিষ্কার করে নেয়ার। সময় কম থাকলে বা ক্লান্তি লাগার অজুহাতে অবহেলা করবেন না। প্রয়োজনে স্ক্র্যাবার দিয়ে ত্বক পরিষ্কার করে হালকা গরম পানিতে গোসল করে নিন সাবান অথবা শ্যাম্পু দিয়ে। ফ্রেশ লাগবে।

আপনি যখন দূরে কোথাও ঘুরতে যাচ্ছেন তখন মুখে ফাউন্ডেশন বা ব্লাশন ব্যবহার না করাই ভালো। এর পরিবর্তে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে আপনার ত্বকে থাকা ময়লা ধুয়ে যাবে আর ময়েশ্চারাইজার আপনার ত্বকের রুক্ষতা দূর করবে।

ভ্রমণে বের হবার আগে নিজেকে সুন্দরভাবে সাজাতে সবাই পছন্দ করে। তবে তা যদি হয় দূরের পথের তবে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। ভ্রমণে যাবার সময় উজ্জ্বল রঙের নেইল পলিশ নখে ব্যবহার করবেন না। কারণ ভ্রমণের ঝক্কি ঝামেলায় এর সৌন্দর্য মলিন হয়ে যায়। এতে সৌন্দর্য বাড়ানোর বদলে তা কমিয়ে দেয়।

তবে এই ক্ষেত্রে আপনি চাইলে নেইল পলিশের পরিবর্তে ন্যাচারাল কালার ব্যবহার করতে পারেন। আর যদি এক ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকেন, তবে তার সঙ্গে অবশ্যই ক্লিনজার নিয়ে নেবেন। ঘুরে আসার পর অবশ্যই ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকে এসিডের পরিমাণ কমাবে।

বাইরে থাকা অবস্থায় হাতের স্পর্শ থেকে মুখ দূরে রাখবেন। হাতে নানা ধরনের ব্যাকটেরিয়া এবং ময়লা লেগে থাকে যা আপনার হাতের মাধ্যমে মুখ পর্যন্ত খুব সহজে পৌঁছায়। আর ভ্রমণের সময় বারবার মুখ যেকোনো কাপড় দিয়ে মুছবেন না। নরম কাপড়, টিস্যু কিংবা রুমাল ব্যবহার করুন।

মেকআপ ব্যবহারের আগে হাত পরিষ্কার করে ধুয়ে নিতে ভুলবেন না। চোখ সাজানোর ক্ষেত্রে চোখে মাস্কারা আর ঠোঁটের ক্ষেত্রে দীর্ঘক্ষণ থাকে এমন লিপস্টিক ব্যবহার করবেন না। দূরের পথে ভ্রমণের সময় অনেকেই হালকা ঘুম দিয়ে থাকেন। এতে মাস্কারা বা লিপস্টিক নষ্ট হয়ে যায়। তাই দূরের পথে এসব থেকে দূরেই থাকুন। লিপস্টিক ঠোঁটকে শুষ্ক করে দেয়। এর চেয়ে বরং লিপ গ্লোস ব্যবহার করতে পারেন। গ্লোস মুছে গেলেও তা আবারো খুব সহজে ব্যবহার করা যায়।

দূরের যাত্রা পথে সাথে অবশ্যই আয়না রাখুন। ছোট ছোট কাজ যেমন চোখের কাজল ঠিক করা কিংবা ঠোঁটের লিপিস্টিকের ঠিক করতে এটি কাজে লাগে। এর সাথে ব্যাগে অবশ্যই পানি রাখুন।

আপনি যদি একটুখানি সাজপ্রিয় হয়ে থাকেন তাহলে তো আর আপনাকে আলাদাভাবে কিছু বলার নেই। সেটা আপনি নিজে ব্যবস্থা করে নিতে পারবেন আশা করি। আর যদি আপনি সাজপ্রিয় না হন তবে ভ্রমণকালে একটু সেজেগুজে পরিপাটি থাকতে পছন্দ করেন তাহলে আশা করি এই টিপসগুলো আপনার কাজে লাগবে।

সাথে ছাতা, সানগ্লাস, পানি নিতে ভুলবেন না। এগুলো আপনার ত্বকের রক্ষায় কাজে দিবে সবচাইতে বেশি। আর পোশাক হতে হবে সময় উপযোগী আর সবচাইতে আরামদায়ক।