অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৩০ বছর পর শহীদ মিনার পেল পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

0
.

দীর্ঘ ৩০ বছর পর নিজেদের শহীদ মিনার পেল চট্টগ্রামের পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রথম নিজেদের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান শিক্ষার্থী,অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা।

দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের একটা শহীদ মিনার পেয়ে আনন্দে আত্মহারা এ স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় এ বিদ্যালয়টি। বিগত বছর গুলোতে জাতীয় দিবস উদযাপন করতে অন্য কোথাও গিয়ে শহীদ মিনারে ফুল দিতে হতো এসব শিক্ষার্থীদের।

বুধবার সকালে নগরীর চালিতাতলিস্থ বিদ্যালয় প্রাঙ্গনে নব নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

এসময় তিনি বলেন, বিগত ৩০ বছর যাবৎ পুরা পাঁচলাইশ এলাকার কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব শহীদ মিনার ছিলনা। তিনি বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার পর সম্পূর্ণ নিজস্ব অর্থয়ানে আড়াই লাখ টাকা ব্যয়ে নির্মান করেন দৃষ্টি নন্দন এ শহীদ মিনার।

বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী মেহেরুন নেছা তিশা বলেন, বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় জাতীয় দিবস গুলো আমরা উদযাপন করতে পারতামনা। এখন নিজেদের শহীদ মিনার হয়েছে । এই প্রথমবার নিজেদের শহীদ মিনাওে ফুল দিয়ে জাতির বীর শহীদদেও শ্রদ্ধা জানালাম ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব খাঁন বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি দায়িত্ব নেয়ার পর থেকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ব্যাপকভাবে। শিক্ষার্থীদের শ্রেনী কক্ষের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক শিক্ষা ভবন।

এদিকে নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব খাঁন’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস মো. আবুল কাশেম,রওশন আক্তার,সহকারী প্রধান শিক্ষক হরি প্রসাদ দত্ত ,শিক্ষক মফিজুল ইসলাম,মো. শাহজাহান প্রমুখ।