অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৫ লাখ টাকা হলে বাঁচতে পারে শিশু রবিউল

0
.

টাকার অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে এসে দাড়িয়েছে শিশু রবিউল হাসান মুন্না’র। সে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত মো. হারুনের একমাত্র ছেলে। হার্ডে ছিদ্র জনিত কারনে শিশু রবিউল দীর্ঘদিন ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সষ্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজিস্ট ও চাইল্ড স্পেশালিষ্ট এবং সহযোগী অধ্যাপক পেডিয়াট্রিক কার্ডিওলজি ডা. এস কে এ রাজ্জাকের অধিনে চিকিৎসা গ্রহণ করছেন।

বর্তমানে রবিউলের অবস্থা ভালো না হওয়ায় শারীরিক অবস্থার উন্নতির জন্য হার্ডের অপারেশন করা জরুরী। তাই উন্নত চিকিৎসার জন্য শিশু রবিউলকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছে চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে কমপক্ষে ৫ লাখ টাকার প্রয়োজন।

শিশু রবিউলের মা কলি বেগম জানান, একমাত্র সন্তানের চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন তার সে টাকা নেই। তাই তার সন্তানতে বাঁচাতে বিত্তশালীদের সহযোগিতা কামনা করেছেন তিনি। কেউ যদি সাহায্য করতে চাই তাহলে অগ্রনী ব্যাংক লি. পটিয়া শাখার হিসাব নং- ০২০০০১১৫৭১৩১৮ (কলি বেগম) এবং বিকাশ ০১৮৭৯২৬৬৩৩৭ (পার্সোনাল) এ হিসাবে পাঠানো যাবে। যোগাযোগের জন্য-০১৮৮১৬৩৫১৮২।