অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মহিউদ্দিনের শোকসভা শেষে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ আহত ৬

6
ছবি-প্রতিকী।

চট্টগ্রামের নগরীর হামজারবাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে সাবেক মেয়র প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় ছাত্রলীগ যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে ৬ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে রহমানিয়া স্কুলে এ ঘটনা ঘটেছে।

শোকসভায় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে চেয়ারে বসা নিয়ে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে প্রধান অতিথি আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল তাঁর বক্তব্য শেষে সভাস্থল ত্যাগ করলে হাতাহাতি মারামারি রূপ নেয়।

জানাগেছে, খোরশেদ আলম ও নাদিম সানি নামে দুটি গ্রুপের ছেলেদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নাদিম সানি সহ ৬জন কর্মী ছুরির আঘাতে আহত হয়। আহতদের সকলেই নাদিম সানির সাথে ৭নং ওয়ার্ডের ছাত্র রাজনীতিতে যুক্ত। পরে পুলিশ এসে উভয় গ্রুপকে ধাওয়া দিলে, তারা পালিয়ে যায়। এ ঘটনায় আহতরা মেডিকেলে চিকিৎসাধীন।

মূলত নাদিম সানি এম.ই.এস কলেজের ছাত্র, তিনি ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীর অনুসারী এবং খোরশেদ আলম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারী হলেও তিনি পড়ালেখার সাথে যুক্ত নন বলে জানাগেছে।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মোবারক আলী বলেন, শান্তিপূর্ণভাবে শোকসভা শেষ করে সবাই চলে যাওয়ার পর বিবিরহাট কাঁচাবাজার এলাকায় ছাত্রলীগের মিন্টু কুমার দের অনুসারীদের ওপর খোরশেদের অনুসারীরা হামলা করেছে বলে শুনেছি। এতে কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমীর হোসেন জানান, হামজারবাগ এলাকায় দুদল ছাত্রের মধ্যে সংঘর্ষে আহত ৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। তারা  হলেন-নাদিম সানি (২৫) মো. রুবেল (২২), আলমগীর (২৪), , আরিফ (২২), পাভেল (২৫) ও আকাশ নাথ(২৩)।

৬ মন্তব্য
  1. Joynal Chowdhury বলেছেন

    মারর…. কাদিরারা…
    কোন ছাড় নাই……. 😜

  2. Md Rofiqul Islam Bablu বলেছেন

    আহারে দেশের মানুষ এখন আর পাগল নাই, ঢাকার কাহিনী আইনা চট্রাগ্রামের লাগাইয়াদিচে

  3. Nurul Azim Rony বলেছেন

    ?????শোকসভায়???????

    1. Saiful Islam Shilpi বলেছেন

      শোক সভা শেষে ফেরার সময়। নিউজে বিস্তারিত আছে… হেডলাইন ছোট করা হয়েছে।

    2. Nurul Azim Rony বলেছেন

      সভা হামজারবাগে
      ঘটনা বিবিরহাটে
      শোকসভার কথা আসে কেন বোধগম্য নয়

  4. Rashid Foyzi বলেছেন

    P