অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আইআইইউসিতে দু’দিনব্যাপী টেক ফেস্ট সম্পন্ন

0
.

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইইউসি) বিজ্ঞান অনুষদ এর উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী টেক ফেস্ট -২০১৭ সম্পন্ন হয়েছে।

গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত টেক ফেস্ট-এ বিচিত্র সব নামের দল নিয়ে তরুন প্রযুক্তিবিদরা হাজির হয়েছিলেন।

সেমিকোলন, জাহাজী, হ্যাকস্ল্যাশ, সিন্ডিকেট, মোবো ড্রিমার্স, ফাও শুটার, চুয়েট কালো বন্দুক, জিরো বাই জিরো, নেপচুন, ফোনিক্স ইত্যাদি। নাম দেখে বা শুনে যেমন অবাক হয়েছেন অনেকে, তেমনি তাদের উদ্ভাবন বা দক্ষতা দেখেও মুগ্ধ হয়েছেন দর্শনার্থীরা  এ দলগুলোর শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে দু’দিন মেতে ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ক্যাম্পাস।

দু’দিনের টেক ফেস্ট এ রোবো ফাইট, প্রজেক্ট প্রদর্শন, মেডিকেল প্ল্যান্ট তৈরি, আইডিয়া জেনারেশন, পোস্টার ডিজাইন, প্রোগ্রামিং, টেক অলিম্পিয়াড, সাইবার গেমস, হ্যাকাথন, অ্যাপস ও সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে দারুণ প্রতিযোগিতায় সরব ছিল পাহাড়ী এ মনোরম ক্যাম্পাস। উল্লেখ্য, চট্টগ্রামে প্রথমবারের মতো ২৪ঘন্টা ব্যাপী হ্যাকাথন আয়োজন করে আইআইইউসি।

.

এছাড়া শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা ও সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী করার জন্য সেমিনারের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, সার্টিফাইড ইথিকাল হ্যাকার, সার্টিফাইড ইনফরমেশন এন্ড সিকিউরিটি প্রফেশনাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ মুশফিকুর রহমান এবং কিউ-ক্যাশ লিমিটেডের আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাকসুদুল আলম।

মোট ৯টি ইভেন্টে প্রায় ১লক্ষ টাকা সমমানের পুরস্কার জিতার লক্ষ্যে শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের পাশাপাশি ছিল সেরা হওয়ার তীব্র লড়াই।

.

পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রথম হন এস. এম. তাহসিন লাবীব, সোহান উল আলল, দ্বিতীয় স্থান অর্জন করেন তৌহিদুল আলম, মু. গোলাম মোর্তুজা, রবিউল হাসান তারেক, তৃতীয় হন ইমতিয়াজ কামরুল, মাজহারুল ইসলাম, নসীম মাহমুদ।

প্রোগ্রামিং কন্টেস্টে প্রথম হন চুয়েট কালো বন্দুক, দ্বিতীয় হন স্কুল ছাত্রদের নিয়ে গঠিত সিজেসি টিম ১৯৭১, তৃতীয় হন আইআইইউসি শিরিন ফাইটার।

হ্যাকাথনে চ্যাম্পিয়ন হন টিম মোবো ড্রিমার্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন টিম হ্যাকস্ল্যাশ। রোবো ফাইট এবং প্রজেক্ট প্রদর্শনে চ্যাম্পিয়ন হন ইটিই ডিপার্টমেন্টের টিম।

বুধবার শুরু হওয়া এ ফেস্টে বিজয়ীদের মধ্যে বৃহস্পতিবার পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপচার্য, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. শমসের আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য নুরুল্লাহ। এছাড়া অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডীন, ফ্যাকাল্টি প্রধানগণসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।