অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভর্তি জালিয়াতে আটক দুই ছাত্রলীগ নেতাকর্মী চবি থেকে বহিস্কার

0
.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 বহিস্কৃত দুই ছাত্র হল শহিদুল্লাহ নিশাদ ও রায়হানুল হক।

বিষয়টি নিশ্চিত করেছেন চবি সহকারী প্রক্টর মো. নিয়াজ মোরশেদ রিপন। আজ সোমবার বিকালে উপাচার্যের নির্বাহী ক্ষমতা বলে সাময়িকভাবে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত দুজন চবি রশিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাছাড়া নিশাতছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সম্পাদক ও রায়হান ছাত্রলীগের কর্মী হিসাবে ক্যাম্পাসে পরিচিত ছিল।

কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শাও নোটিস দেওয়া হবে তাদের। নোটিসের সদুত্তর দিতে না পারলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান।

গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয় এক নম্বর রেল গেইট এলাকার একটি কটেজ থেকে শহীদুল্লাহ নিশাদ ও রায়হানুল হককে আটক করে পুলিশে দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা।

পরে তাদের কাছ থেকে তথ্য পেয়ে রবিবার সকালে আরও চার ভর্তি পরীক্ষার্থী ও একজন মধ্যস্থতাকারীকে আটক করে পুলিশে দেওয়া হয়।