অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে হত্যার মামলায় ৭ জনের কারাদণ্ড

0
.

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কাছিম আলী নামে এক ব্যাক্তিকে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রায়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদন্ড দিয়েছেন।

চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিদ আচ রবিবার বিকালে এই রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত দুচনকে খালাস দেন।

দন্ডিতরা হলেন, আবদুল হামিদ, মাহবুবুর রহমান, শফিক আহমদ, আবদুস শুক্কুর, আবদুর রাজ্জাক, নজির আহমেদ ও ফয়েজ আহমদ।

বাদির আইনজীবী ইমতিয়াজ মাহমুদ চৌধুরী জানান, ১৯৯৭ সালের ২ এপ্রিল সাতকানিয়ার মির্জাখীল এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসামিরা কাছিম আলীকে পিটিয়ে হত্যা করে। এঘটনায় কাছিম আলীর স্ত্রী মজলিস খাতুন বাদি হয়ে সাতজনকে আসামি করে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৮ সালের ১০ জানুয়ারি পুলিশ নয়জনকে আসামী করে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর এ রায় ঘোষণা করেন।