অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হরতালের প্রভাবঃ চবি’র সকল পরীক্ষা বাতিল

2

চবি প্রতিনিধিঃ

.

জামায়াতের কেন্দ্রীয় আমীর মকবুল আহমেদসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবীতে ডাকা হরতালের প্রভাব পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। জামায়াতের ডাকা হরতালের কারণে পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী উপস্থিত না থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে পরীক্ষা বাতিল করা হয়েছে। ক্যাম্পাসে নিত্যদিনের তুলনায় ছাত্র-শিক্ষকদের উপস্থিত অনেক কম।

আজ বৃহস্পতিবার সকালে বিভাগ ও ইনস্টিটিউটে পরীক্ষা বাতিলের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উপ রেজিস্ট্রার) আহমেদ উল্লাহ।

তিনি জানান, হরতালের কারণে বেশিরভাগ শিক্ষার্থী উপস্থিত না থাকায় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে বিভিন্ন বর্ষের পরীক্ষা বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের ছাত্র রুহুল আমিন জানান, আজ হরতাল তাই তিনিসহ সহপাঠিরা ক্যাম্পসে যাননি। বিভিন্ন সময়ে হরতালের কারনে ক্লাস বা পরীক্ষায় হয়না।

২ মন্তব্য
  1. Mofidul Islam বলেছেন

    আপনি লিখেছেন পরিক্ষা বাতিল হয়েছে কালো চশনা পরে ওবায়দুল কাদের বলছে হরতালের কোন প্রভাব কোথা ও পরে নাই কোনটা ঠিক ?

  2. Pabel Mojumdar বলেছেন

    Keno krotul ,