অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে কেডিএস ডিপোতে বস্তা চাপায় সিএন্ডএফ কর্মচারীসহ নিহত-২

0
ঘোড়ামারা পাক্কা মসজিদ এলাকায় অবস্থিত কেডিএস লজিষ্ট্রিক।

চট্টগ্রামের সীতাকুণ্ডে কেডিএস কন্টেইনার ডিপোতে মালামাল লোড করার সময় পাটের গাইড চাপাপড়ে সিএন্ডএফ এজেন্টস এর এক কর্মচারীসহ ২ জনের মৃত্যু হয়েছে।

নিহত সিএন্ডএফ কর্মচারীর নাম পরিচয় জানা যায়নি। তবে অপরজনের নাম আক্তার হোসেন (২২)। তিনি কেডিএস লজিস্ট্রিক লিঃ এর শ্রমিক বলে জানাগেছে।

রবিববার (১ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার ঘোড়ামারা পাক্কা মসজিদ (আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে) এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সুত্রে জানাগেছে, দুপুরে কেডিএস লজিস্টিক নামে কন্টেইনার ডিপোতে ট্রাক থেকে পাটর বস্তা নামিয়ে কারখানায় ঢোকাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় সেই গাড়ি থেকে একটি বড় পাটের গাইড পড়ে দুজনকে চাপা দিলে ঘটনাস্থলে একজন সিএন্ডএফ কর্মচারীর মৃত্যু হয়। গুরুত্বর আহত হয় শ্রমিক আক্তার হোসেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকালে তার মৃত্যু হয়।

নিহত শ্রমিক আক্তার হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার উদমারা এলাকার মৃত ওসমান গণি পাটোয়ারির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, কেডিএস লজিস্টিক নামে কন্টেইনার ডিপোতে মালের গাইড চাপাপড়ে আহত একজনকে বিকেল সাড়ে ৪টার দিকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।