অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামের উন্নয়নে ইউসুফ চৌধুরী ছিলেন নিবেদিত প্রাণ

0
.

দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তাগণ বলেছেন, আধুনিক সংবাদপত্র শিল্পের জনক হিসেবে চিরঞ্জীব হয়ে থাকবেন মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী। তিনি বাংলাদেশে একমাত্র চট্টগ্রাম ভেটেরিনারি কলেজ ও পরবর্তীতে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অন্যান্য অবদান রেখে গেছেন। সর্বোপরি চট্টগ্রামের উন্নয়নে তিনি নিবেদিত প্রাণ।

আজ সোমবার বিকেলে নগরীর জামালখানস্থ একটি কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত বক্তাগণ আরো বলেন, আমরা যখন তখন কাউকে বড় করি, আবার ছোটও করি। এই প্রবণতার কারণেই স্বার্থপরতা আমাদের গ্রাস করেছে। ইউসুফ চৌধুরীস সবসময় স্বার্থপরতা উর্ধ্বে ছিলেন। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তাঁর জীবন থেকে আমাদেরকে এ শিক্ষা গ্রহণ করতে হবে।

সংগঠনের সভাপতি অনুপ বিশ্বাসের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক এডভোকেট নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখেন ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী রাজীব বড়ুয়া, বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রাম কেন্দ্রের শিশু সংগঠক নার্গিস সুলতানা, বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সংস্কৃতিকর্মী খোরশেদ আলম।

স্মরণনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী আবু সুফিয়ান, সাগর কুমার চৌধুরী, সুরিৎ চৌধুরী সাজু, নরেণ রায় চৌধুরী, রিংকু ভট্টাচার্য্য, দিলীপ সেন গুপ্ত, অজয় দাশ, দেবু বড়ুয়া, শ্রাবণী দাশ, রতন ভট্টাচার্য্য, এনামুল হাসান, এনাম উদ্দিন, আরমান হোসেন, যুবলীগ নেতা এস এম মোরশেদ কুতুবী, শফিকুল ইসলাম, আবু সাদাত টিপু, হারুন অর রশিদ, বশির আহমদ, আবদুল কাইযুম, হানিফুল ইসলাম হানিফ, সুমন চৌধুরী প্রমুখ।