অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

6
ফাইল ছবি।

চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চট্টগ্রামের মীরসরাইয়ের মস্তাননগর ও  চিনকে আস্তানা এলাকায় প্রবল বৃষ্টিতে রেললাইন ‍ডুবে মাটি সরে যাওয়ায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে চট্টগ্রামের সাথে ঢাকা সিলেটসহ সারাদেশে রেল চলাচল বন্ধ হয়ে যায় বলে জানায় রেলকর্তৃপক্ষ।

রেললাইন ডুবে যাওয়ায় ঢাকামুখী মহানগর গোধুলী মিরসরাইয়ের বড়কাতিয়া স্টেশনে আটকে আছে বলে জানান রেল কন্ট্রাল রুম।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলের (পূর্বাঞ্চল) ডিবিশনাল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, বৃস্টির কারণে পাহাড়ী ঢলে অপ-ডাউন দুটি লাইনের মাটি সরে গেছে। রেল চলাচল ঝুকিপূর্ণ হওয়ায় বিকাল থেকে রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

এদিকে রেল যোগাযোগ বন্ধরাখার কারণে বিকাল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ও চাঁদপুরমুখী মেঘনা এক্সপ্রেস।

ডিবিশনাল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জানান, রেল লাইন মেরামতের কাজ চলছে তবে কবে নাগাদ শেষ হবে তা বলা যাচ্ছে না।

*সেতুতে মাটি ধস: চট্টগ্রাম-দোহাজারী রেল যোগাযোগ বন্ধ

 

৬ মন্তব্য
  1. Mohammad Kaysh বলেছেন

    ডিজিটাল বাংলাদেশ….!!

  2. Ahasan Sarmin বলেছেন

    কেন ভাইয়া?

  3. Md Imran বলেছেন

    Just wait India is on her way

  4. Zahid Un Nabi Ripon বলেছেন

    Good

  5. Harunar Rashid বলেছেন

    Digital naked Bangladesh!!!!