অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লোহাগাড়ায় ৪টি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

0
ফাইল ছবি।

পরিবেশ আইন অমান্য ও ফায়ার সরঞ্জাম না থাকায় চট্টগ্রামের লোহাড়ায় ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দিনভর উপজেলার চুনতি ও বড় হাতিয়া এলাকায় চট্টগ্রাাম পরিবেশ অধিদপ্তর এবং জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বন্ধ করে দেয়া ইটভাটাগুলো হলো-সিবিএম, ইএমপি, বিডিএম ও একেবি। এসব ইটভাটায় ড্রাম চিমনি ব্যবহার করে ভাটা চালু রাখায় ফায়ার সার্ভিসের সহায়তায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়।

অভিযান শেষে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৪টি ব্রিক ফিল্ড থেকে চিমনি জব্দ করে তা নষ্ট করে ফেলা হয়েছে। এবং তাদের কার্যক্রমও আপাততে বন্ধ করে দেয়া হয়েছে।

অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন-উপ-পরিচালক জমির উদ্দিন, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। ফায়ার সার্ভিসের সমন্বয়ক ছিলেন  সিনিয়র ষ্টেশন অফিসার মো. ইদ্রিস।