অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে পরিবেশ ধ্বংসের অভিযোগে শিপ ব্রেকিং ইয়ার্ডের ইজারা বাতিল

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

সীতাকুণ্ডে উপকূলীয় গাছপালা ধ্বংসের অভিযোগে কোহিনূর স্টিল নামের একটি ইয়ার্ডের ইজারা বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর নু এমং মারমা মং কোহিনূর স্টিল নামের ইয়ার্ডটির ইজারা বাতিল করে।

এর আগে গত সোমবার ইয়ার্ডটিতে অভিযান চালিয়ে সেখানে নির্মিত স্থাপনা আংশিক উচ্ছেদ করা হয়।

সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম জানান, জেলা প্রশাসন কোহিনূর স্টিল নামের ইয়ার্ডটির ইজারা বাতিল করেছে বলে নিশ্চিত করেছেন। উপজেলার সলিমপুর সাগর উপকুলে অবস্থিত ইয়ার্ডের মালিক কোহিনূর বেগম। তাঁর স্বামী আবুল কাসেম ওরফে রাজা কাসেম ২০১৯ সালে বিবিসি স্টিল ইয়ার্ডের নামে একই স্থানে ৭ দশমিক ১০ একর জায়গা ইজারা পেয়েছিলেন। পরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) উচ্চ আদালতে রিট করলে তা বেআইনি ঘোষণা করা হয়। এরপর স্ত্রীর নামে আবার আবেদন করেন। গত বছরের ১৪ ফেব্রুয়ারি সলিমপুর উপকূলে কোহিনূর স্টিলকে ৫ একর ভূমি ইজারা দেয় জেলা প্রশাসন। এই ইজারা নিয়ে তখন বিতর্ক সৃষ্টি হয়েছিল। বন বিভাগের আপত্তি সত্ত্বেও বনের জায়গায় এই ইজারা দেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে উপকূলীয় গাছপালা ধ্বংসের অভিযোগ রয়েছে। তখন জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ মমিনুর রহমান। এক বছরের মাথায় এসে তা বাতিল করলেন বর্তমান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।