অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কাল থেকে নগরীতে শুরু হচ্ছে তিনদিনের ডিজিটাল মেলা

0
.

আগামীকাল শনিবার (২১ জানুয়ারী) থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্রান্ডিং মেলা ২০১৭। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের আয়োজনে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হকি মাঠে এখন মেলার শেষ প্রস্ততি চলছে।

রুপকল্প ২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির ব্যবহার ও নাগরিক সেবায় উদ্ভাবনী ধারনা গুলো জনগনের সামনে উপস্থানের লক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা। তিনি জানান এবারের মেলায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের ১০০টি স্টল থাকছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে ।

আগামীকাল শনিবার মন্ত্রী পরিষদ সচিব মো. শফিউল আলম মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেনপ্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক সামসুল আরেফিন।

মেলার প্রথমদিন বিকেল তিনটায় থাকবে ‘সল্ভ এ থোন’ প্রতিযোগিতা, দ্বিতীয় একই সময়ে থাকবে ‘জনপ্রশাসনে উদ্ভাবন সংস্কৃতি’ শীর্ষক অনুষ্ঠান।

মেলার শেষ দিন বিকেল সাড়ে তিনটায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে ‘সল্ভ এ থোন’ প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্ভাবনকারী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। মেলায় সমন্বয়ক হিসেবে আছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারোয়ার জাহান।