অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সরকারি চিকিৎসকরা অফিস সময়ের পর হাসপাতালেই ভিজিট নিয়ে রোগী দেখতে পারবে: স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ৩০ মার্চ বৃহস্পতিবার থেকে সরকারি চিকিৎসকরা অফিস সময়ের পর হাসপাতালেই বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভিজিট নিয়ে রোগী দেখতে পারবেন। এই প্রাইভেট প্র্যাকটিসের আওতায় সেবা নিতে অধ্যাপককে ফি দিতে হবে ৫০০ টাকা।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

সরকারি হাসপাতালের চিকিৎসকরা নিজ প্রতিষ্ঠানেই প্রাইভেট প্যাকটিস করতে পারবেন। প্রায় তিন মাস ধরে এটি চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। অবশেষে সিদ্ধান্ত হয়েছে ৩০ মার্চ থেকে এ সেবা চালু হচ্ছে। সরকারি চিকিৎসকদের বৈকালিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত সভায় এটি চূড়ান্ত হয়।