অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে তিন দিনের উন্নয়ন মেলার উদ্বোধন

0
.

”উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলন্ত্র, শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন ” এই স্লোগানকে সামনে রেখে সরকারের উন্নয়নকে জনগনের সামনে তুলে ধরতে সারাদেশের মতো সীতাকুণ্ডেও শুরু হয়েছে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা।

সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন স্হানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম।

এর আগে মেলা উপলক্ষে এক শোভাযাত্রা বের হয়। মেলায় সরকারী-বেসরকারী মিলিয়ে মোট ৪৫ টি স্টল অংশ গ্রহণ করে। এই উন্নয়ন মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।

.

সাংসদ দিদারুল আলম বলেন, দলমত নির্বিশেষে আমাদের কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যে উন্নয়ন দেশের তৃণমুল পর্যন্ত পৌছে দিচ্ছেন তা সবাই ভোগ করছে। সীতাকুণ্ড উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরোও বলেন, আমাদের জনগণের বক্তব্য দিতে হবে। আমাদের পরিহার করতে হবে রাজনৈতিক বক্তব্য । আমাদেরবক্তব্যে শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা তুলে আনাতে হবে কিভাবে জনপ্রতিনিধিরা সরকারের সেবা মানুষের ঘরে ঘরে পৌছে দিতে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া।

সীতাকুণ্ড ভূমি অফিসার রহুল আমীনের পরিচালনায়, বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।
বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, নাজমুন নাহার চৌধুরী নেলী, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান। চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ভাটিয়ারীর নাজিম উদ্দিন, সৈয়দপুরের তাজুল ইসলাম নিজামী, বারৈয়ারঢালার রেহান উদ্দিন, মুরাদপুরের জাহেদ হোসেন নিজামী, ছলিমপুরের আলাউদ্দিন আজিজ, বাঁশবাড়িয়ার শওকত আলী জাহাঙ্গীর, সোনাইছড়ির মনির হোসেন। উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম খান।