অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বায়োজিদে কিশোরীর শ্লীলতাহানীর চেষ্টা, ৫ বখাটে গ্রেপ্তার

0
.

চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ অক্সিজেন এলাকায় বুদ্ধি প্রতিবন্ধি এক কিশোরীকে রাস্তায় আটকে শ্লীলতাহানীর চেষ্টাকালে পুলিশ ৫ যুবককে গ্রেপ্তার করেছে।

গতকাল মঙ্গলবার নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন স্টারশীপ ফ্যাক্টরী সংলগ্ন র‌্যাংস মোটস এর সামনে থেকে বায়োজিদ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করার পর আজ বুধবার ( ১৮ মে) চট্টগ্রামের দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল- মো. সোহেল (২৩), মো. শফিকুল ইসলাম (২২), মো. জসিম উদ্দিন (৩৩) সাদেক (১৮) ও ইসহাক (১৮)।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান পাঠক ডট নিউজকে বলেন, বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটি তার মায়ের সঙ্গে নগরীর অক্সিজেন বালুছড়া এলাকায় থাকেন। মা স্থানীয় একটি গার্মেন্টেসে চাকরি করেন। ১২ বছর বয়সী মেয়েটি গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন স্টারশিপ ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ভিকটিমকে একা পেয়ে বখাটে তরুণরা টানা-হেঁচড়া ও শ্লীলতাহানি করতে থাকে। এ দশ্য দেখে এক ট্রাক চালক জাতীয় সেবা সংস্থা ৯৯৯ ফোন করেন। এর পরপরই আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে ৫ তরুণকে আটক করে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি বলেন, এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করেছেন।