অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘আঞ্চলিক বৈষম্য রেখে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়’

0
.

‘আঞ্চলিক বৈষম্য দূর করতে না পারলে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন সম্ভব নয়’ বলে অভিমত ব্যক্ত করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম-এর সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী।

তিনি গতকাল রাতে চট্টগ্রামের চট্টগ্রামের দক্ষিণ রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সমাপনী দিনের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

 সাংবাদিক নেতা রিয়াজ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির সামনে এখন জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, ইতিহাস বিকৃতি, সাংস্কৃতিক আগ্রাসন ও বৈষম্যরোধসহ ৭ দফা চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, নতুন প্রজন্মের জন্য কালিমামুক্ত বাংলাদেশ নিশ্চিতে বর্ণচোরা ও হাইব্রিডদের অপতৎপরতা ও সকল ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে। যারা স্বাধীন রাষ্ট্রে জাতির জনকের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায় তাদের রুখতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়।

দক্ষিণ রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলাটি উদ্বোধন করেছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

গতকাল শেষদিনের আলোচনা সভায় মেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিইউজে সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কলামিস্ট ও তরুণ রাজনীতিবিদ অধ্যাপক মাসুম চৌধুরী, মুক্তিযোদ্ধা-সিএনসি-স্পেশাল ফেরদৌস হাফিজ খান রুমী, সৈয়দ রফিকুল ইসলাম, কমান্ডার রেজাউল করিম। সঞ্চালনায় ছিলেন দিদারুল আলম ও নাজিমউদ্দিন। আলোচনা শেষে অনুষ্ঠান মঞ্চে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়।