অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লোহাগাড়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে বসতঘর পুড়ে ছাই

0

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘর।

চট্টগ্রামের লোহাগাড়ায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে ৪ বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার সকাল আটটার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, মাস্টার মানিক বড়ুয়া, সুকুমার বড়ুয়া, ডালি বড়ুয়া, মনোরঞ্জন বড়ুয়া। স্থানীয়রা জনিয়েছেন, মানিক বড়ুয়ার রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। এবং দ্রুত সময়ে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

এ সময় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

স্থানীয় শাহে আলম জানান, আধাঘন্টার আগুনে পুরো চারচারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গ্যাসের আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়েছিলো। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যাান আইয়ুব মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নীচ মানবেতর জীবন-যাপন করছেন।

এ ব্যাপারে সরকারী সহযোগিতার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।