অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক নিহত

0
ফাইল ছবি।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

জেলার সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনায় মোঃ মনির আহমেদ (৩৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ডিসেম্বর) সকালে উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের সাগর উপকূলে অবস্থিত এন বি শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক সলিমপুর গ্রামের মৃত মনসুর আহমেদের পুত্র।

ইয়ার্ডে কর্মরত অন্যান্য শ্রমিকরা জানায়, সকালে কাজ করার সময় একটি লোহার প্লেট মনিরেে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

বিষয়টি স্বীকার করে এন বি শিপব্রেকিং ইয়ার্ডের স্বত্বাধিকারী মোঃ তছলিম উদ্দিন বলেন, সকালে ইয়ার্ডে কাজ করার সময় মাথায় লোহার আঘাত পান এক শ্রমিক। আমরা সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২ টার সময় তিনি মারা যান।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সলিমপুর এলাকায় একটি জাহাজ ভাঙা কারখানায় এক শ্রমিক নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।