অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২৯ নভেম্বর কথিত পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান করেছে মালিক গ্রুপ

0
bg20160505203711
.

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নাম দিয়ে আগামী ২৯ নভেম্বর বৃহত্তর চট্টগ্রামের সকল রুটে আহুত সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘট প্রত্যাখ্যান করেছেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে পরিবহন মালিক গ্রুপের সভাপতি মনজুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে আয়োজিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেন সড়ক পরিবহন মালিক গ্রুপ নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, ২৯ নভেম্বর কতিথ ধর্মঘটের বিষয়ে জেলা সড়ক পরিবহন মালিক মালিক গ্রুপ অবগত নন। পরিবহন মালিক গ্রুপ মনে করে, একটি কুচক্রীমহল বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে ব্যাহত করার জন্যই এ ধরণের কর্মসূচি দিয়েছেন।

এছাড়া সর্বোচ্চ আদালতের নির্দেশে বন্ধ হয়ে যাওয়া কিছু আনরেজিস্ট্রার্ড অবৈধ সিএনজি অটোরিকশাকে সড়ক-মহাসড়কগুলোতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ ধর্মঘট আহবান করা হয়েছে। চট্টগ্রামের সড়ক পরিবহন মালিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে এ ধরণের কর্মসূচিকে প্রত্যাখ্যান করছে। জনস্বার্থবিরোধী এ ধরণের কর্মকা-ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃংখলা বাহিনীসহ সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।

সভায় কার্যকরী সভাপতি জহুর আহমেদ, মহাসচিব আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. ইউনুচ, নুরুল আলম চৌধুরী, অতিরিক্ত মহাসচিব গোলাম রসুল বাবুল, মাহবুব আলম, নুরুল ইসলাম চৌধুরী, মোশারফ হোসেন, আহসান উল্লাহ চৌধুরী, জাফর উদ্দিন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, কলিম উল্ল্যাহ কলি, সাহিন নঈম সুমন, মোবারক হোসেন, মো. শাহজাহান, মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মনজুরুল আলম মঞ্জু ও মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘চট্টগ্রামের পরিবহন সেক্টরে নৈরাজ্য ও বিশৃংখলা সৃষ্টির লক্ষ্যে আনরেজিস্ট্রার্ড ও অবৈধ সিএনজি অটোরিকশাকে প্রতিষ্ঠিত করার কু-মতলবে ২৯ নভেম্বর কথিত শ্রমিক ধর্মঘট আহবান করা হয়েছে। চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এ কর্মসূচিকে প্রত্যাখ্যান করছে।