অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কর্ণেলহাট সিডিএ-তে গাড়ির ডিপুতে রহস্যজনক আগুনে পুড়ে গেছে ১৫টি পরিত্যক্ত বাস

0
.

চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানার সিডিএ আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি বাসের ডিপুতে অগ্নিকাণ্ডের অন্তত ১৫টি পুরানো বাস পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিডিএ-১ নম্বর আবাসিক এলাকার একটি পরিবহণ কোম্পানীর (বাগদাদা পরিবহণ) বেশ কিছু পরিত্যাক্ত পুরানো বড় বাসের ডিপুতে রহস্যজনক আগুন লাগে।  আগুন দ্রুত পুরো ডিপুতে ছড়িয়ে পড়ে। এতে সিডিএ আবাসিক এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ৪টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ততক্ষণে আগুনে ডিপুর অন্তত ১৫টি বাস পুড়ে যায়।

.

স্থানীয়দের ধারণা পরিকল্পিতভাবে নিজেরাই এ আগুন লাগিয়ে দিয়েছে ইন্স্যূরেন্স দাবী কিংবা ব্যাংকর ‍ঋণের দায় এড়াতে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ থেকে জানানো হয়, সিডিএ আবাসিকের একটি গাড়ী রাখার ডিপুতে আগুন লাগার সংবাদ পায়। আগুন নেভাতে তাদের তিন ইউনিট দমকল বাহিনী ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনো ক্ষয়ক্ষতি কি হয়েছে বলা যাচ্ছে না।