অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাবেক মেয়র মনজুর আলমের ছোট ভাই আবুল কাসেমের জানাজা সম্পন্ন

0
JANAZA-PIC-0023 - Copyচট্টগ্রাম সিটি কর্পেোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো. মনজুর আলমের ছোট ভাই আলহাজ্ব মো. আবুল কাসেমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ জোহর  আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নামাজে জানাজায় ঈমামতি করেন মাওলানা আল্লামা নুরুল ইসলাম হাসেমী।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, মরহুমের বড় ভাই সাবেক সিটি মেয়র মো. মনজুর আলম,মো. দিদারুল আলম এমপি, সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, সাবেক প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান।
জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাহের গ্রুপের চেয়ারম্যান এম এ তাহের, নগর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান, সামশুল আলম, জাপা নেতা সোলায়মান আলম শেঠ, সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া, সিটি কর্পোরেশনের কাউন্সিলর জয়নাল আবেদীন, নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, জহর লাল হাজারী, গিয়াস উদ্দিন, আবুল হাসেম, জহুরুল আলম জসিম, সাবেক কাউন্সিলর হাজী বাবুল হক, নিয়াজ মো. খান, মো. সেকান্দর, হাসান মুরাদ, মো. তৈয়ব, মো. হাসান লিটন, বিএনপি নেতা সামশুল আলম, আনোয়ার হোসেন লিপু, হারুন জামান, এস এম সাইফুল আলম, আওয়ামীলীগ নেতা পিপি এড. ফখরুদ্দিন, মো. এছাক, আবদুল্লাহ আল বাকের ভূইয়া, মো. ইদ্রিস, চেয়ারম্যান রায়হান উদ্দিন, মোর্শেদ, নাজিম উদ্দিন, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপ্যাল মো. আলমগীর।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় কাট্টলী এলাকার সমাজ সেবক, শিপ ব্রেকিং এসোসিয়েশন নেতৃবৃন্দ, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডশনের পরিচালকবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারী, তাহের গ্রুপের কর্মকর্তা/কর্মচারীসহ সর্বস্তরের জনতা জানাজায় অংশ গ্রহন করেন।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।
দীর্ঘ  এক বছরের বেশী সময় তিনি কোমায় থাকার পর গতকাল ২২মে রবিবার নগরীর মেহেদিবাগ ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন) ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি তিন ছেলে এক মেয়ে, তিন ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।