অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দক্ষিন আফ্রিকায় ১৬ বাংলাদেশী করোনা আক্রান্ত

0
.

শওকত বিন আশরাফ, দক্ষিন আফ্রিকা থেকে:

দক্ষিন আফ্রিকার ফ্রী স্টেইট প্রদেশের ভেলকম শহরের অরিনডাল এলাকায় ১৬ জন বাংলাদেশী নাগরিক করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ভেলকম শহর থেকে ১৫ কিঃ মিঃ দুরে অরিনডাল শহরের টপ সেইভ নামক পাইকারি দোকানের মালিক আমজাদ হোসেন সহ তার পাইকারি দোকানের ৮ জন বাংলাদেশী কর্মচারী গত কয়েকদিন থেকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা না নিয়ে এখনো দোকানদারি করে যাচ্ছে।

এছাড়া একই এলাকার লোকেশনে আরো ৮ জন বাংলাদেশী দোকানদার করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

আমজাদ হোসেনের সহ দোকানের ৮ জন কর্মচারী যারা ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে না থেকে দোকানদারি চালিয়ে যাওয়ায় স্হানীয় অন্যআন্য বাংলাদেশী নাগরিকদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

উল্লেখ্য, একই এলাকায় গত দুই সাপ্তাহ আগে একজন বাংলাদেশী নাগরিক করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।