অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে ঘাস কাটার সময় বিদ্যুস্পৃষ্টে হয়ে বৃদ্ধের মৃত্যু

0
.

সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডে বিদ্যুস্পৃষ্টে হয়ে রমজান আলী (৬০) নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঐ এলাকার অলীনগর গ্রামের বদু বাড়ির মৃত আমিরুজ্জামান এর পূত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন ৭নং বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান সাদাকাত উল্লা মিয়াজি। স্থানীয় জাহাঙ্গীর আলম নামের এক প্রত্যক্ষ্যদর্শী জানান, সকাল রমজান আলী বাড়ির পাশের রাস্তার ধারে গরুর জন্য ঘাস কাটার সময় বিদ্যুতের খুটির টানা তারের সাথে ঘাস টাকার কাস্তে সংস্পর্শে বিদ্যুতায়িত হয় রমজান। এসময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মামুন এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

জানা যায়, বিদ্যুতের খুটির টানা তারের সাথে ইনসোলেটার না থাকায় টানা তারটি বৈদুতিক তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়। স্থানীয় এলাকাবাসী এর জন্য বিদ্যুৎ বিভাগের দায়িত্বের অবহেলাকে দায়ী করছেন।