অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ইতালিফেরত ব্যক্তির মৃত্যু

0
.

কিশোরগঞ্জের ভৈরবে ইতালি থেকে আসা আব্দুল খালেক (৬০) নামে এক ব্যক্তি রবিবার রাতে মারা গেছেন।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

করোনাভাইরাস সন্দেহে মারা যাওয়া ওই ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

কিশোরগঞ্জের সিভিল সার্জন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই ব্যক্তি গত ২৮ ফেব্রুয়ারি ইতালি থেকে দেশে ফিরেন। ৩/৪ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগলেও চিকিৎসা নেননি তিনি। রবিবার রাতে তার অবস্থার অবনতি হলে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে আরেকটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

মৃত ব্যক্তি ইতালি ফেরত হওয়ায় এবং তার মধ্যে জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকায় করোনাভাইরাস আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে, ওই ব্যক্তি চিকিৎসা নেয়া আবেদিন হাসপাতাল ও সাইদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতালে (ডক্টরস চেম্বার) যারা কর্মরত ছিলেন তাদের হাসপাতালের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে।

এছাড়া মৃত ব্যক্তির বাড়ির চারপাশের বাড়িঘরে মানুষের চলাচল সীমিত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।