
৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক চট্টগ্রামের এরশাদ বিরোধী যুব আন্দোলনের রূপকার, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম হেদায়েতুল ইসলামের ২৪তম মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তরা বলেছেন-মরহুম হেদায়েতুল ইসলাম ছিলেন একজন সৎ, নির্লোভ, নিরহংকার ও জাতীয়তাবাদী আদর্শের দক্ষ সংগঠক। তার চিন্তা চেতনা থেকে এদেশের যুবসমাজকে গড়ে তুলতে তার সৃষ্ট কর্ম মানুষের প্রতি ভালবাসা ও মমত্ববোধ সবকিছুই আমাদেরকে ধারণ করতে হবে।
স্বরণ সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বর্তমানে দেশে যে গণতন্ত্রের ক্রান্তিকাল চলছে এসময়ে হেদায়তুল ইসলামের মত নেতার খুবই প্রয়োজন ছিল। তাই তাঁর জীবন চরিত্র অনুসরণ করে যুব সমাজকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার বাদে জোহর নগরীর কদম মোবারক জামে মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা সামশুল আলম, বন্দর থানা বিএনপির সভাপতি এম.এ. আজিজ, এম.এ. আজিজ, মোহাম্মদ আলী, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এস.এম.সাইফুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন জামান, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিন, বিএনপি নেতা এস্কান্দর মির্জা, শফিকুর রহমান স্বপন, নগর যুব দলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দিপ্তী, কেন্দ্রীয় যুবদলের সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপু, বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম রাজু, বায়েজিদ থানাবিএনপির সাধারণ সম্পাদক জি.এম. আইয়ুব খান, মোঃ ইকবাল চৌধুরী, ডবলমুরিং থানার সাধারণ সম্পাদক এস.এম সালাহ উদ্দিন, জাহাঙ্গীর আলম দুলাল, কেন্দ্রীয় যুবদল সদস্য শাহেদ বক্স, বিএনপি নেতা আব্দুল মান্নান, মঞ্জুর আলম মঞ্জু, মোঃ আকতার খান, সাবেক কাউন্সিলর হাজী মোঃ তৈয়ব, সাবেক কাউন্সিলর মোঃ সেকান্দর, মঞ্জুর রহমান চৌধুরী, দিদারুল রহমান লাভু, হাজী মোঃ বেলাল, আবু তাহের, আলী আব্বাস খান, কাউন্সিল মোঃ ইসমাইল বালি, শওকত আজম খাজা, মোঃ ইদ্রিস আলী, নগর যুবদল নেতা শিহাব উদ্দিন মোবিন, আব্দুন নবী প্রিন্স, ছাইফুর রহমান শপথ, তৌহিদুস সালাম নিশাদ, মোঃ সালাহ উদ্দিন লাতু, নগর ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সাগর, মোঃ আলাউদ্দিন সুমন, মোঃ হাসান, যুবদল নেতা মোঃ ইকবাল, আবু মুছা, মোঃ এরশাদ হোসেন, মোঃ সেলিম, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আলমগীর আলী, মোঃ নওশাদ প্রমুখ।