অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মেঘনায় নদীতে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার

0

meghna1476341097নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনায় নদী থেকে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নৌকাডুবির ঘটনায় এই চারজন নিখোঁজ ছিল।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিলক্ষা ইউনিয়নস্থ মেঘনা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন আনোয়ার ফারাজি (৪৫), আবদুল হক (৩৫), ফরিদ মিয়া (৪৫) ও খলিল মিয়া (৩৫)।

বৃহস্পতিবার সকালে নিলক্ষা এলাকায় তাদের লাশ ফুলে ভেসে ওঠে। ফায়ার সার্ভিসের টহলকর্মীরা তা দেখতে পেয়ে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমৌজা গরুর বাজার থেকে ব্যবসায়ীরা মাঝি গোলাম মিয়ার ট্রলারযোগে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি আসছিলেন।

পথে বেলোয়ারচর আনন্দবাজারের পাশ্ববর্তী মেঘনা নদীতে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে। আতংকে যাত্রীদের ছুটাছুটিতে ট্রলারটি এক পর্যায়ে কাত হয়ে ডুবে যায়।

ওই সময় ট্রলারে থাকা অধিকাংশ গরু ব্যবসায়ী সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হন। ট্রলারে থাকা ১৫টি গরু ও মহিষ পানিতে ডুবে মারা যায়।

ফায়ার সার্ভিসের উপমহাব্যবস্থাপক কাজী নজমুজ্জামান জানান, দু’দিন ধরে উদ্ধার অভিযানের পর বৃহস্পতিবার সকালে নিলক্ষার কাছাকাছি ভিন্ন এলাকা থেকে চারজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেহান উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন ও রায়পুরা থানা ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ হাজার করে টাকা ও ২০ কেজি চাল দেয়া হবে বলে জানানো হয়।