চট্টগ্রামের ইপিজেডে তোয়ালে কারখানার গুদামে পুড়ে ছাই

চট্টগ্রামের ইপিজেড় থানার সিইপিজেডের ভীতরে রপ্তানীমুখি একটি তোয়ালে কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো গুদামটি ভস্বিমিভূত হয়ে বিপুল পরিমাণ তৈরী তোয়ালে পুড়ে গিয়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সিইপিজেডের ৫ নম্বর সেক্টরে মিতালি টেক্সটাইল লিমিটেডের একটি তোয়ালে কারখানার গুদামে এঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার ৪ তলা ভবনের ছাদে সেমিপাকা ৮ে০/৬০ ফুট) গুদামটি সম্পূর্ণ পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, চারতলা কারখানা ভবনের ছাদে গুদামে আগুন লাগে। আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টা ১০মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
তবে আগুল লাগার কারন জানাতে পারেননি তিনি। ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো নিরুপণ করা সম্ভব হয়নি।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধ্যানে কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি কমিটি গঠর করেছে।