বাইরে হাজারো দর্শক, নিরাপত্তাহীন সাগরিকা স্টেডিয়াম

চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমদ স্টেডিয়ামে বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট দলের ওয়ানডে ম্যাচ শুরুর ৩ ঘন্টা অতিবাহিত হলেও দর্শকের অভাবে গ্যালীর অনেকাংশ ফাঁকা দেখা যাচ্ছে। অথচ টিকেট না পেয়ে স্টেডিয়ামের বাইরে হাজার হাজার দর্শক অপেক্ষা করছে মাঠে খেলা দেখার জন্য। বিসিবির পক্ষ থেকে ১৭ হাজার টিকেট ছাড়ার কথা জানালেও সে সব টিকেট কোথাই গেলো তার কোন জবাব নেই।

আজকের এ ম্যাচের টিকেট অনলাইনে সহজ ডট কম নামে একটি কোম্পানীকে বিক্রির স্বত্ব দেওয়া হয়েছল। তারা কিছু টিকেট বিক্রি করলেও পরে ওয়েব সাইট বন্ধ রয়েছে।
টিকেট না পেয়ে দর্শকরা হতাশ এবং ক্ষোভ প্রকাশ করলেও হাজার হাজার টিকেট সিজেকেএস এবং বিসিবির কর্মকর্তাদের পকেটে চলে যায়।

অপর দিকে দর্শক এবং মিডিয়া কর্মীদের প্রবেশে ব্যাপক কড়াকড়ি হয়রানী করা হলেও টিকেট ছাড়াই সীমানা প্রাচীর টপকিয়ে শত শত লোকজনকে স্টেড়িয়াম এলাকায় ডুকে পড়তে দেখা গেছে। নিরাপক্তার দায়িত্বে থাকা র্যাব, পুলিশ ও ডিবির সদস্যরা কোন বাধাই দেয় নি।
জানাগেছে সাগরিকা স্টেডিয়ামের জেলে পাড়ার এলাকায় ইস্টার্ণ গেইট দিয়ে গাছ বেয়ে দেয়ালে মই লাগিয়ে দুপুর খেকে শত শত যুবক কিশোর স্টেডিয়াম ঢুকে পড়ে। এতে আইন শৃঙ্খলার অবনতি ছাড়া চরম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মিডিয়া গেইটে দায়িত্বে থাকা পুলিশের পরিদর্শক জাবেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার করার কিছু নেই। আমার দায়িত্ব মিডিয়া গেইটে।

এদিকে অভিযোগ উঠেছে সচারচর টিকেট পাওয়া না গেলেও টিকেট চলে গেছে কালো বাজারিদের হাতে। কতিপয় নেতা এবং ক্রীড়া সংশ্লিষ্টারাই টিকেটে ভাগ ভাগভাটোয়ারা করে ফেলেছেন। সাধারণ ক্রীড়ামোদীরা এই টিকেট নামের সোনার হরিণের নাগাল পায়নি। গত দুদিন ধরে ঢাকা ও চট্টগ্রামের একটি শক্তিশালী সিন্ডিকেট টিকেট কালোবাজারীর মাধ্যমে চড়া দামে টিকিট বিক্রি করেছে।
সরকার দলের অনেক নেতাকে খেলার টিকিট বিক্রি করতে দেখি গেছে।
আশরাফুল আলম নামে হালিশহর আওয়ামী লীগ নেতা বেলা ২টার দিকে বেশ কিছু টিকেটের অর্ধাংশের ছবি ফেসবুকে আপলোড দিয়ে স্ট্যাটার্স দেন সব টিকেট বিক্রি শেষ। আমাদের কাছে আর কোন টিকিট নেই। এখন প্রশ্ন দেখা দিয়েছে এই আওয়ামী লীগ নেতার কাছে এতো টিকেট কিভাবে গেলো..?।
akn toh full
সন্ধ্যার পর থেকে দর্শক বাড়ছে।
পজিটিভ নিউজ করলে কি হয়……
http://m.banglanews24.com/cat/news/524173/url
এটা আগের নিউজ, আজকে স্টেডিয়াম এলাকায় গিয়ে দেখেন।
সব ঠিক আছে। তবে হ্যাঁ বেশি কিছু না এমন নিউজ না করাটায় দেশের জন্য শ্রেয়।